অনেক ব্যথার মাঝে কিছু ব্যথা ফুল হয়ে যায়
মানুষ অজান্তেই হৃদয়ের ব্যথাগুলি রাখে সাহারায় ।
এমন অনেক দিন স্তব্ধ হয় ব্যথা ভারে শুধু ন্যুব্জতায়
অমেয় আকাঙ্ক্ষার স্রোতে তারা সব জীবনে ঘুমায় ।
আমি দেখি ব্যথার সাগরে বার বার উঠে শুধু ঢেউ
ঢেউগুলি কখন ভেঙ্গে পড়ে নিরাশার কূলে জানে নাতো কেউ ।
ব্যথা সব আছে বলে মানুষ সুখের মোহে পৃথিবীতে ঘোরে
গভীর ব্যথার মাঝে দু একটি মানুষ ঘুমিয়েছে নিরালায় দূরে ।
তারাই বুঝেছে ব্যথার গভীরে নেই দুঃখের ম্লানিমা
সর্বাঙ্গে রক্ত ঝরে তবু তারা খুঁজে পায় অমলিন সুখের গরিমা ।


কিছু ব্যথা ফুল হয় ,স্থান পায় দেবতার রাঙ্গা পদতলে
বাকি সব অশ্রু মোছে ক্লান্তি নিয়ে  তমিস্রায় কিংবা বিরলে ।
আমিও ব্যথার ভারে ভেঙ্গে গেছি এইখানে ,দিন রাত হয়ে গেছে ক্ষয়
তবু আমি দেখতে পাই জীবনের মাঝে ব্যথাগুলি ফুল আজো হয় ।


****************************************