যাদের অশ্রু ঝরে পড়ে পথের ধুলায়
তারা দেখেনি কখনো পূর্ণিমার চাঁদ
পৃথিবী তাদের কাছে যেন এক ফাঁদ ।
তারাই বুঝেছে কত ধানে কত চাল
তাদের জীবনে আসেনি কখনো
পৃথিবীর দু একটি অমোঘ সকাল ।


আমিও সকাল নয় ,শৈশবেই দেখেছি গোধূলি
পারিনি ছুটে যেতে ফুটন্ত সকালের সুখের নেশায় ,
যাদের অশ্রু ঝরে পড়ে পথের ধুলায়
তারা তো জানে না কখন সুখ এসে
মিশে যায় জীবনের আলোক শিখায় ।
যে সাধু বলেছিল আমি জলে আগুন জ্বালিয়ে যাবো
তার কথা মিথ্যে হয়ে গেছে
আমি এক আহাম্মক ,
যাদের অশ্রু ঝরে পড়ে পথের ধুলায়
তাদের দেখিয়েছি পৃথিবীর সর্বত্র
বিছানো আছে জাল,
পারিনি দেখাতে তাদের পূর্ণিমার চাঁদ
পৃথিবীর দু একটি অমোঘ সকাল ।
*************************************