ঈশ্বর ,আমাকে তুমি মৃত্যুর আগে দেখাবে না মুমূর্ষু জীবন ,
অনন্ত রাতের গর্ভে আমি ডুবে গেলে
থেমে যদি যায় আয়ুরেখা
কে দেখাবে মানুষকে আকাশের অসংখ্য তারকা ?
এ জীবন বড় ভালো আলোকের মাঝে শুধুই আলোক,
আশার উজ্জ্বল দীপ জ্বেলে আজো দুঃখ রাখি দূরে
মানুষের সুখ কিছু আলোকবর্তিকা হয়ে
আজো আছে আমার অন্তরে ।


ঈশ্বর ,আমাকে তুমি মৃত্যুর আগে দেখাবে না মুমূর্ষু জীবন ,
যদিও জীবন পথে পড়ে আছে গ্লানির করকা
তবু অনন্ত রাতের গর্ভে আমি ডুবে গেলে
কে দেখাবে মানুষকে আকাশের অসংখ্য তারকা ?
কে আর দেখবে সেদিন দুঃখগুলি হয়ে গেছে অসংখ্য বলাকা ?
**************************************