কে রাখিবে ধরে
আমায় নিজের মতো করে ?
পৃথিবীর নদ নদী গাছ ফুল পাখি ও মানুষ
সব আমি ভালোবাসি , সকলেই বলে
আয় আয় কাছে তুই আয় ,
তাদের বেসেছি ভালো তাই তারা পাবে না আমায় ।
অভিমান নিয়ে নয় ,ভালোবাসি বলে দূরে যাবো
কে আর রাখিবে ধরে আমার হৃদয় ?
সঙ্গোপনে মরে গেছি আমি সকলকে ভালোবেসে
হয়ে গেছে বাসনার ক্ষয় ।


ভালোবাসি আমি সব
নিজেকে পেয়েছি খুঁজে প্রেমের আলোকে
তবু আমি আকাঙ্ক্ষার স্রোতে ভেসে তো যাবো না,
হৃদয়ে রয়েছে মোর মুক্তির বিশাল চেতনা ।
কে রাখিবে ধরে আর ?
সিদ্ধ শস্যের মতো পুড়ে পুড়ে গেলে
পৃথিবীতে অঙ্কুরিত হবো কী আবার ?


***********************************