এখনো তোমাদের কাছে যেতে পারি
জানতে পারি  মায়া-বৃন্তে কেমন ফলেছে সুখ
দেখি আজো মানুষের ক্লান্তি সব ,সকলের গভীর অসুখ ।
বহমান নদীর মতো আর আমি ছুটতে পারি না
কিছুটা স্থির হয়ে আছি কতকাল ,
এখনো দেখছি আমি জীবনের আলোক শিখায়
প্রাণীগুলি শুয়ে আছে পৃথিবীর এ সবুজ ঘাসের বিথারে ।
সম্পূর্ণ স্থির হয়ে যাওয়ার প্রাক্কালে
এখনো দেখছি আমি সকলেই শুধু ছুটে চলে ।


একদিন স্থির হয়ে যাবো আমি বুকে নিয়ে প্রেমের অসুখ
সকলে দেখবে এক শবদেহ পড়ে আছে
যে মানুষ ছুটেছিল সে আজ হয়ে গেছে মূক ।
তবু আমি বুকে নিয়ে ক্ষত
স্থির হয়ে যাওয়ার প্রাক্কালে
দেখে যাবো দুঃখ সব করেনি আহত ।


**************************************