যদি ওপারের ডাক আসে আজই
চলে যেতে হয় সব ছড়িয়ে ছিটিয়ে রেখে
উপুড় তাসের মতো জ্যোৎস্নায় থেকে যাবে আমার বেদনা ,
হয়তো সেদিন খদ্যোতের রসিকতায় খুঁজে পাবে
আমার গভীর প্রেম ,পর্যুদস্ত জীবনেও শুয়ে আছে অসীম প্রেরণা ।
যদি ওপারের ডাক আসে আজই
থেমে যায় অকস্মাৎ এই আয়ুরেখা
কে দেখবে মনুষ্য নামক প্রাণী হাসছে আজো
বুকে নিয়ে জীবনের অশান্ত ঘূর্ণি আর গ্লানির করকা ?


সময় না যদি আসে আর
আমার প্রেমের সম্ভার
বিলিয়ে দিয়ে যাই আজ তোমাদের মাঝে
কাঁটার উপরে পেতে দিয়ে বুক ,
বলে যাই ঠুনকো প্রেমে মানবের শুধু আজ গভীর অসুখ ।
আজই আমি হৃদয়ের মাধুর্য নির্যাস
ঢেলে দিতে চাই লাফিয়ে পড়া ঝর্ণার মতো ,
হৃদয়ের ভালোবাসা যেখানে  থেকে গেছে  অক্ষয় অক্ষত ।


**************************************