হৃদয় যা চেয়েছিল পাইনি খুঁজে আজো
একদিন মরে গেছে সে হৃদয়
কামনার উত্তাল পৃথিবীর অঙ্গুলি হেলনে ,
জীবনে দেখেছি আকাঙ্ক্ষার তরবারি শুধু হানে
সেই রক্ত এখনো ঝরছে অবিরাম ;
তাই বার বার কেঁদে ওঠে জীবনের কঠোর সংগ্রাম ।
হৃদয় যা চেয়েছিল রয়েছে আজো বকের পাখায়,
সোনালি রোদ্দুরের মতো সুন্দরের ধ্যান
একদিন হৃদয়ে আমার ফেলে গেছে ছায়া ,
জেনেছি সেদিনই জীবনের সব শুধু মায়া ।


সেই স্বপ্ন বিপত্নীক বৃদ্ধ এক
ফিরে পেতে চায় গোধূলি বেলার ন্যুব্জতায় ,
দেখছি আজ অসুস্থ মানুষগুলি সুখ ভেবে বিষ পান করে
দুদিনের সংসার খেলায় ।


***************************************