নিঃশ্বাসে মিশেছে বিষ তাই আজ
পৃথিবীর অনেক মানুষ ডুবে আছে গুটিকয় ইন্দ্রিয়ের ব্যবহারে
পরনিন্দা পরচর্চা ফিসফাস কথার ছলনায় ,
কোনদিন দেখেনি তারা  শালিকের বিবর্ণ ডানায়
মৃত্যু এসে বসে আছে নিঃশব্দে একাকী ।
যতদিন বেঁচে আছি মানুষের সেইসব বিষাক্ত নিঃশ্বাস
গায়ে মেখে চলে যাবো আমি ।
আমিতো বিষের মাঝে নীল হয়ে আছি
আশ্বাসের স্থির-ভূমি ঊষর আমার চারিধারে ,
সবুজের সমারোহ কখন মিলিয়ে গেছে মৃত্তিকার কঠিন বিথারে ।


মানুষের নিঃশ্বাসে মিশেছে বিষ
পৃথিবীর বুকে অহর্নিশ
দেখি আমি নিষ্ঠুর নিষাদ নিশীথে বসে আছে ।
কিংবা আছে  আস্তীর্ণ সোনালী রোদে একা
তীরে বিদ্ধ করে দিতে হৃদয় আমার ।
তবু আমি রোজ ভাবি ,
মানুষের বিষাক্ত নিঃশ্বাস পান করি
হয়তো বা আমিও নীলকণ্ঠ হয়ে যেতে পারি ।


***************************************