হারিয়েছি সব
প্রেম প্রীতি গৃহস্থালি সুখের সংসার
দুঃখ আজ দুঃখ দিয়ে দিয়ে লজ্জায় হয়েছে নীরব ।
শব সাধকের কাছে ভূত পেত্নী যেসব হিংস্র পশু আসে
ভয় দেখাতে এসে নিজেরাই পায় তারা ভয় ,
দেখেছে মানুষের মতো পাথর এক পড়ে আছে
দুঃখ তার হয়ে গেছে লয় ।
এই নিষিদ্ধ গ্রহে নিষিদ্ধ চিনির মতো রক্তে মিশে সুখ
মানুষের চোখ শুধু অশ্রুসিক্ত করে
দুঃখের ভারে ভেঙ্গে দেয় বুক ।


আমি দেখি নির্মানুষ পৃথিবীর বুকে
সুখ শান্তি শব্দগুলি নেই
দুঃখ সব হয়েছে সরব ;
হারিয়েছি সব
শব সাধকের বুকে প্রেম প্রীতি গৃহস্থালি
সুখ শান্তির নেই আর মিছে কলরব ।


*************************************