মাঝে মাঝে মন হয় নিজ হাতে পান করে বিষের পেয়ালা
পৃথিবীর বুক থেকে চলে যাবো আমি
নিজেকেই ধ্বংস করে যাবো অভিমানে ,
বৃথা কেন বেঁচে থাকি বলিভুকের মতোই
না পাওয়ার দুঃখের মাঝখানে ।
কেন মনে হয় ?
এই সব নষ্টনীড় মানুষের ক্ষণিক আশ্রয়
ভেঙ্গে যায় দুর্বিপাকে সবই তো ফেলে দিতে হয় ।


বিষ পান করে চলে যেতে মনে হয় কেন ?
বুঝেছি আমি
আমিও তো কামজ সন্তান ,
বঙ্গোপসাগরের ঢেউয়ে যত ওঠে জীবনের গান
এত সহজেই যদি শোনা যেত
থাকতো না মরণের এই অভিমান ।
মনে হতো পৃথিবীতে দুঃখ কষ্ট ফলেনি এখনো
মানুষের গায়ে প্রেমের কুয়াশা আছে লেগে
জীবনের কলস্বর শুনে তারা আজো
পৃথিবীর অস্বচ্ছ মুকুরে আছে জেগে ।


**************************************