ভোরের আকাশ আমি জানি ,ভোরের আকাশ অভিমানী ,
রাতের করাল ছায়া অভিমানী বুকে তার কখনো পড়েনি
জীবনের সেই ভোরে মুছে গেছে জীবনের সবটুকু গ্লানি ।


সারারাত জেগে আছে অনিরুদ্ধ , বৌয়ের হাত ধরে
বসে আছে ঘাসে ,জীবনের গান সে শুনে যাবে ভোরে ,
দেখবে  প্রেমের কোমল মুখ নিশ্ছিদ্র  রাতের বুক চিরে ।


আঁধার মলিন হল ,অনিরুদ্ধ ভাবে বসে বসে
ঘরে তার চাল নেই,তবু আজ জীবনের ভোরের আকাশে
দেখবে সে মিশে আছে প্রেম পৃথিবীর চঞ্চল বাতাসে ।


অনিরুদ্ধ মরণ দেখেছে  দেখেনি জীবনের আস্তীর্ণ আকাশ
তাই বৌয়ের হাত ধরে পেতে চায় সুশীতল শান্তির বাতাস ,
ক্ষণিকের সুসময়ে দেখে যাবে এই প্রেম যেন মুথা-ঘাস ।


ওরা তাই সারারাত বসে আছে  যেন রাত জেগে আছে দুটি পাখি ,
বসে আছে বৌয়ের কোমল কোলে পরিশ্রান্ত হাত দুটি রাখি ।
নিশ্চিত দেখবে সে স্থির হয়ে ভোরের আকাশে নেই ফাঁকি
সুন্দর জীবন আজো সঙ্গোপনে মরণেরে দিতে পারে ঢাকি ।


**************************************