এখনো দেখি সকাল হলে জীবন তরি ভাসে
রাতের বেলা চাঁদের কোলে আবার ফিরে আসে ।
এখনো আছে জীবনে সেই সুখ দুঃখের খেলা
মানুষ ভাবে আপন মনে কোথায় গেল বেলা ?
এখনো দেখি জীবন হাসে এখনো দেখি কাঁদে
মানুষ আজো সবই হারে পড়ে লোভের ফাঁদে ।
ক্ষণিক সুখে এখনো দেখি দেহের লীলা জমে
ভাবে না কেউ সবার কাছে মৃত্যু আসছে নেমে ।


এখনো কেউ রূপের দেহে দেখে নিজের ছায়া
এখনো কেউ ভবের মাঝে ভুলতে পারে মায়া ।
এখনো সেই প্রেমের খেলা ফাগুন হলে শুরু
প্রেমের মাঝে চমক আনে প্রিয়ার যুগ্ম ভুরু ।
এখনো প্রিয়া ফিস ফিসিয়ে চুমুর মাঝে ছলে
দেহের থাবায় আজো দেখি প্রেমের দেহ জ্বলে ।


***********************************