শহরের  মেয়ে তুমি চেয়ে থাকো দুর্বিনীত আকাশের দিকে
আমি নিয়ে যাবো অজ পাড়াগাঁয়ে ।
তোমাকে শোনাবো গান ,
তোমার শুভ্র বুকে এঁকে দেবো পাড়াগাঁর মেয়েটির সরলতা
স্তব্ধতায় ঢেকে যাবে তব অভিমান ।
ওখানে অনেক হাঁস জলে নামে
কাদাখোঁচা জলে নামে
সেখানে নবান্নের গন্ধভরা আকাশের বুকে
খেলা করে প্রাণ ,
শোনাবো তোমাকে পাড়াগাঁর মেয়েদের মুখে
ভাদু টুসু গান ।


ওখানে বাঁশবন আছে
আছে অনেক অনেক মশা ,তারা  করে গান ।
তোমাকে শোনাবো গান ।
শহরের মতো আঁধারের জ্যান্ত মুঠো নেই
সেখানে জীবনের শুধুই আরাম
উদ্ধত মৃত্যুও সেখানে শহরের মতো হাঁটে না অবিরাম ।


*************************************