আমারে পাবে না কেউ মানুষের স্বস্তির নিঃশ্বাসে ,
পাবে না খুঁজে বসন্তের পুষ্পিত সকালে আর
পূর্ণিমার উজ্জ্বল আভায় ;
মানুষের অশ্রুকণা যেখানে ঘুমায়
সেইখানে শুয়ে আছি আমি।
বেদনারে ভালোবাসি বলে
বেদনার মতো করে বেদনাকে কখনো দেখিনি ।
মরে গেছি ভেসে গেছি মানুষের অশ্রুর পরশে ,
যে অশান্ত হৃদয়ের সহস্র কল্লোল ছুঁয়ে যায়
বার বার ফিরে ফিরে আসে
তার মাঝে শুয়ে আছি কতকাল ধরে
আমিও জানি না ।


জানি আমি
মানুষের গুটিকয় ইন্দ্রিয়ের সুখের সময়
দিনান্তে বেদনার দ্বারপ্রান্তে রেখে যেতে হয় ।
জন্ম এক বেদনারই গান ,
সুন্দর ধরণী আজো মানুষের অশ্রুর ঢেউয়ে
সদা নিমজ্জমান ।


**************************************