প্রেমিকার মৃত্যু সমর্থন করি
তারাতো চিরকাল মৃত্যুর মতো স্তব্ধ হয়ে থাকে
তপোক্লিষ্ট ভূমিতে
ভেঙ্গে যায় শারীরিক নিষ্পষণে তাদের সেই
উদ্ধত তর্জনী।
প্রেমিক শুধু পাশে শুতে জানে
শরীর ছাড়া কোন প্রেমিক প্রেমিকাকে
প্রেমিকার মতো বুঝতে পেরেছে?
ক্ষিপ্র ছুঁচের মতো এফোঁড়-ওফোঁড় করে প্রেমিকও
একসময়   ম্লান হয়ে পড়ে।
যেমন সব নক্ষত্র ঝরে পড়ে নক্ষত্রের বুকের ভিতরে
তেমনি প্রেমিকারা সব দল বেঁধে একদিন দূরে চলে যায়
মরে যায় স্তব্ধতার বুকে।


এই পৃথিবীর বুকে প্রেমিকার মৃত্যু আমি সমর্থন করি।