আমার চারপাশে কে কে আছেন?
অনুগ্রহ করে ঐ নববিবাহিতা বধূটিকে
যার স্বামী বিদেশে থাকে  তাকে বলুন সে  আসা যাওয়ার পথের ধারে রোজ আমাকে  যেন চোখ না ঠারে।
বধূটি ঐভাবে আমার দিকে তাকিয়ে থাকলে
আমি গাছে গাছে ফুল ফুটতে দেখি
বাতাসে মৃগনাভি
যা আমি ভালোবাসি না।
আপনারা ওকে  একদিন নিষেধ করুন
ওর স্বামীতো শিঘ্রই আসবে।


আমি ভালোবাসি লোধাসুলি অরণ্যে হেমন্তে পাতার মর্মরে পাতার নিয়তির ডাক
বসন্তের অন্তিম নিঃশ্বাসে বিষণ্ন কোকিলের ডাক,
মানুষের উদ্যম যেখানে লুপ্ত হয়েছে
মানুষ যেখানে রোগগ্রস্ত অসহায়
আমি সেই রাজ্যে যেতে চাই
ফাগুন দিনে ফুল ফুটতে দেখলে ভালো লাগে না।


                      
ওকে   আপনারা চোখ ঠারতে নিষেধ করুন।


                          ****