রাত, ঘুমিয়েছো ?


গৌরাঙ্গ সুন্দর পাত্র


হয়তো এতক্ষণে থেমে গেছে তারার কম্পন
লুকিয়ে পড়েছে জোনাকির নিরুত্তাপ কোমল আলোক
চাঁদও বিছানায় শুয়ে আড়মোড়া ভেঙ্গেছে
এমন নিশিত ক্ষণে তোমার কী জেগে থাকা চলে ?
রাত, ঘুমিয়েছো ?
সারাদিনের কর্মক্লান্তি নিয়ে মানুষও ঘুমিয়েছে
এখন তোমার কালো ছায়া নিয়ে মানুষকে
ব্যথা দিয়ে জাগিও না।


নেমে আসুক মাটির ঘ্রাণ নিতে স্বর্গ থেকে পরী
ঘুমিয়েছো বিভাবরী?