সকালকে  চিনতে হলে তোমাকে জানতে হবে
জানতে হবে তোমার ঐশ্বর্য
শুধু ভোরের আলোরই রূপ?
রাত,কে বলে তোমার রূপ নেই?
আমিতো কতদিন তোমার বুকে শুয়ে শুয়ে
দেখতে পেয়েছি এক অপরূপ রূপ
শুনতে পেয়েছি গুটিপোকার
প্রজাপতি হবার আকুতি
সবাই কী  তোমাকে চিনতে পারে?


আমি তোমার রূপে মুগ্ধ বলেই কেবলই মনে হচ্ছে
একবারে তোমার বুকের মাঝখানে গিয়ে বসি।