ঐ যে পতিতালয়
ঐখানে ঘাড় হেঁট করে বসে আছে
শত শত তোমার শিকার
তাদের নাভিতে শুধু অন্ধকার ।
অথচ সকালের আলোয় ওরা সব
ঝলমল করে ওঠে কলতলায়
শাড়ি পরে রেশমি  বাদামী
রাত তোমার অসীম শূন্যতায়
ওদের দেহে জেগে  ওঠে কোলাহল
অমোঘ সুনামী।


মেয়েগুলি তোমার শিকার
ঠিক যেন নিষিদ্ধ বাগানের গাছে
জল ছিটিয়ে যায় গোপনে গোপনে এসে মালী
তখনই নিশিত ক্ষণে ওদের দেহ  চিরে দেয়
পুরুষের সুতীক্ষ্ণ বাটালি।