পথ চলতে গেলে হোচট খাবে
এতে আশ্চর্য কিছু নেই
যদি হোচট না খেয়েই গন্তব্যে
পৌঁছে যাও সেখানেই আশ্চর্য!
অন্ধকার জমাট বেঁধে আছে
বহুকাল ধরে মানুষের বুকের ভিতরে
তবু বলি শোনো,
রাত, তুমি এক আলোর দিশারী
খুলে ফেল আচম্বিতে
মানুষের মন থেকে শতাব্দীর নিবিড় আঁধার।


সেই আশা নিয়েই মানুষ বেঁচে আছে
কতকাল ধরে ক্ষুধায় ক্লান্ত হয়ে।