মাতৃত্ব মুকুল ফোটাতে চেয়ে মেয়েটি সেদিন
আমাকেই ভিক্ষা চেয়েছিল এক রাত
বোঝাতে পারিনি তাকে দিতে আমি অপারক
বেদনার কশাঘাতে ছিঁড়ে গেছি আমি অকস্মাৎ ।


চেয়েছিল উচ্ছল ঝরণার মতো
একটি সন্তান আর তার হাসি মুখ
বোঝাতে পারিনি তাকে দিতে আমি অপারক
ভুলে গেছি এ দেহের সুখ ।


তবু সে ছাড়েনি পথ বলেছিল দাও ভিক্ষা
বিস্ফারিত স্তনে তার লেগেছিল মনের সংঘাত
বোঝাতে পারিনি তাকে দিতে আর আছে কি আমার
আমিই তো নিজেই এক রাত ।


*********************