শ্রাবণের বিষণ্ণ বেলায়
বর্ষণমুখর এক অবসন্ন  দিনে
মা কী এসে ডাকে কানে কানে ?
হামাগুড়ি দিয়ে দেখি
যতদূর দৃষ্টি যায়
শুয়ে আছে একই বিছানায়
মা আর আমার শৈশব ।
মনে হয় মা ঠিক নদীটির মতো বয়ে যায়
আজীবন আমাদের জীবনধারায় ।
বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ে
টুপ টাপ কাঁপে তার জল ।
সেই জল অবিরল
ছুটে চলে বার্ধক্য ভিজিয়ে দিয়ে
দিগন্তের দিকে ।
দাঁড়িয়ে থাকে শৈশব  একাকী ।


************************