ভালোবাসার বিরহ জ্বালা দেখতে যাবো না সুমন
আমি কী ভালোবাসায় পুড়িনি?
কেন যাবো?
অন্ধকারে চেয়ে আছি নির্নিমেষ আকাশের দিকে
যারা দেখে তারা,আমি তাদের দলে নেই
দেখছি গৃহহীন  অন্নবস্ত্রহীন অগণন মানুষের
শোক তারা হয়ে জ্বল জ্বল করছে
সেই শোকাশ্রু চুইয়ে চুইয়ে পড়ছে আমার বুকে মুখে সর্বাঙ্গে।
নিজের এক দুঃখ থেকে অন্য দুঃখ দেখার জন্যই
আমরা কারো দুঃখের দিকে তাকাই না।


ভালোবাসার বিরহ জ্বালা  দেখতে কেন যাবো
সেই আগুনে আমি কী পুড়িনি?