যে মানুষটি শোক পেয়ে পেয়ে
শোকাভিভূত হয়ে চেয়ে আছে আকাশের পানে
তার কাছে শোক বাজে জীবনের গানে ।  
অথচ আমরা ভাবি রুদ্ধ  জলোচ্ছ্বাস
কে যেন তিষ্ঠ বলে অচল করে
রেখে গেছে তার চোখে
বলে গেছে  কানে
সুখ আর দুঃখের মানে ।
যেভাবে বেদনা ফোঁটা ফোঁটা ঝরে পড়ে নিভৃতে ঘরের কোণে মাটির সরার উপরে
সেভাবেই অবিরাম শোক ঝরে পড়ে ।
গাছ থেকে ঝরার প্রাক্কালে বিবর্ণ পাতার মতো
শোকও ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়
হয়তো বা মানুষের হাসিতে ঘুমায় ।


****************************