টাকা আছে বলেই ভেবো না
মদ মাংস খেয়ে ফূর্তি করে উড়িয়ে দিয়ে যাবো।
টাকা আছে বলেই ভেবো না
সুদৃশ্য অট্টালিকা কিনে
দামি দামি আসবাবপত্রে সাজিয়ে যাবো ঘর
এত আরাম আমার কপালে নেই।
টাকা আছে বলেই ভেবো না
ঘুরতে যাবো দেশে ও বিদেশে
সন্ধানী চোখ ঘুরে মরবে সৌন্দর্যের বৃথা অন্বেষণে
পাহাড়ে পর্বতে
আমি যে ভাণ্ডব্রহ্মাণ্ড বাদে বিশ্বাসী।
গামছা পরে থেকে ঊষর ভূমি কিনে ছড়িয়ে দেব টাকা
পুঁতে দেব গাছ গাছ গাছ
আম জাম কাঁঠালের চারা।
টাকার গাছের কথা কানে গেলে শান্তি পাবে
জেলে বন্দী অসুস্থ ভারভারা
.......................................................