মানুষ ঘুম থেকে সহজে জাগে  না
রাত, তুমি আঘাতে জাগাও।
তখন  কেঁপে ওঠে তারা
কেঁপে ওঠে মন
দিগন্তবিসারী হয়ে আলোর নাচন
মানুষকে জাগায়।
ঘাসের ডগায় শিশিরের জল কথা বলে
নদীতে ঢেউ ওঠে, বেজে ওঠে জল
তুচ্ছ করে পার্থিব সম্বল


তুমি মানুষকে আঘাতে জাগাও।