মানুষ বিশ্রামরত
তবু বলে বিশ্রাম কোথায় ?
অথচ তোমার আজানুলম্বিত দুটি বাহু
খেটে  খেটে ক্লান্ত হয়ে গেছে
কে দেখেছে সেই সব ?
ওগো পুরুষোত্তম
দেবদারু ছায়ার  আড়ালে কিছুক্ষণ বসে
মানুষের সঙ্গী হও নাম সংকীর্তনে ।
মানুষ পুড়ছে আগুন জ্বলছে অহরহ
মাটির ভিতরে অনেকেই চলে যায়
বিশ্রাম খুঁজে  খুঁজে
শুধু তোমার বিশ্রাম নেই ।
মানুষকে শান্ত করতে নির্বিষ পৃথিবী দেখতে
তুমি একা পা ফেলে চলো কণ্টকাকীর্ণ পথে
ডাক দাও সঙ্গী হতে
কে শুনছে সেই ডাক ?
বিশ্রামের মুহূর্তেও মানুষ দেখছে
অর্থ কীর্তি সচ্ছলতা
লুটে নিতে পৃথিবীর সকল সম্পদ ।
কে আর পা মেলাবে নাম সংকীর্তনে ?
তুমি একা বিরামবিহীন ভাবে ডাক দাও
মুছে দিতে পার্থিব কুহেলী ।


************************