তোমার ঐ রং কালো নয়
আমরা চিনি না
আমরা জানি না
ওর ভিতরে প্রবেশের পথ পাই না
সেজন্যই কালো বলে মনে হয়।
অপার্থিব সৌন্দর্যের  জগত
হয়তো এমনিই কালো
পরলোকের পথও নিশ্ছিদ্র অতল অন্ধকারে মগ্ন।
এই যে কতকাল ধরে তোমাকে জানবো বলে
একা বসে আছি এরও একটা রং আছে


সেই রং অনির্ভর অনিশ্চয়তার কথা বলে
সেজন্যই  কালো।