ভাবছো বড় কষ্টে আছি
কষ্ট তোমার একার নাকি ?
আমরা একশো তিরিশ কোটি,
সবার জন্য সবাই আছি।
ভয় পেয়েও না,ঘর ছেড়ে না
যুদ্ধ জানি অস্ত্র বিনা
বুঝবে ঠেলা এই করোনা,
আমরা যে ভাই ভারতবাসী
কষ্ট পেলেও হার মানি না।


উপায় বলতে একটা এখন
  গবেষকদের উক্তি,
লগদাউনেই মিলতে পারে
  মোদের সবার মুক্তি।
রুগীর চেয়েও অরুগীরা
   কষ্ট কিছু কম পাইনা,
ডাক্তার আর নার্স দিদিরা
সঙ্গে পুলিশ দম পায় না,
আমরা যে ভাই ভারতবাসী
কষ্ট পেলেও হার মানি না।


বাইরে যারা, আটকেপরা
কর্মহারা মানুষ যারা
হয়নি যাদের ঘরে ফেরা,
কষ্ট পেলেও লড়ছে তারা।
সপ্ন চোখে, আশা বুকে
করবো মোরা করোনা শেষ,
দেখবে বিশ্ব, নতুন দৃশ্য
সর্বশ্রেষ্ঠ আমার দেশ।
পূর্ণ হলে এই কামনা
বন্ধ হবে মৃত্যুগোনা।
আমরা যে ভাই ভারতবাসী
কষ্ট পেলেও হার মানি না।


           --------------