রক্তে রঞ্জিত পথের ধুলো
রক্ষক মুখে কুলুপ এঁটে,
ঘেউ ঘেউ করা কুত্তা গুলো
চোর খুনিদের পা দেয় চেটে।


বারুদের স্তূপ, বুলেটের শব্দ
মুখে লম্বা চওড়া ভাষণ -
প্রশ্ন আবার লাশ তুমি কার ?
হাত তালি পায় শাসন।


লাল রক্ত ও কালো হয়েছে
কালো টাকার বিষাক্ত পয়জনে,
লাশের গাদায় গদিতে বসে মুখ
ঢেকে নেয় মাইক্রোফোনে।


জ্যান্ত মানুষ বন্ধ ঘরে
জ্বলে পুড়ে হলো খাক্
বিজয় মিছিলে এগিয়ে চলেছে
শব্দ ভাসে চড়াম চড়াম ঢাক!


           -------