তোর বাবা যেদিন ..
আমাদের ছেড়ে চলে গেছিল,
আমার কাছে সেদিন দুটো
রাস্তা ছিল ।
এক, আবার বিয়ে করা
নিজের সুখের কথা ভাবা,
দুই!আমার সঙ্গে ছিলি তুই
তাই তোর কথা ভেবে,
লোকের বাড়ি কাজ নিয়েছি
যাতে তোর মানুষ হয়ে ওঠার
সূর্যটা না ডোবে।
জানি তোকে ছাত্রাবাসে
রেখেছি অনেক দূরে ,
তোর মনে জাগে হাজার প্রশ্ন
এ আবার কেমন মা!
যে একলা রয়েছে আমায় ছেড়ে ?
আমিও কাঁদি একলা ঘরে
ভূলে ভরা জীবন মোর
তোর ভুল ভাঙি কেমন করে?
সমাজের বিচার সভায়
আমার চরিত্র নিয়ে কুৎসা রটায়,
এসবের জন্যে যে দায়ি তাঁর
বেলায় এ সমাজ চুপ থেকে যায়।
সব সহ্য করতে পারি
কারন আমি যে তোর মা
তবে তুই খারাপ একথা বললে লোকে,
আমি যে আর সইতে পারব না!!
আমি তোর গর্বে গর্বিত হতে চাই,
কথা দে আমায়,
মা হয়ে সন্তানের কাছে
এ- টুকু যেন পাই!!


         -------