ক্ষমতা তুমি ভীষণ লোভী
পাচ্ছো যা তাই খাচ্ছ সব-ই,
বালি খাদান কয়লা গুলো
সুযোগ বুঝে আস্ত গেলো।
নির্লজ্জ সব কাজের মাঝে
লজ্জা নাহি পাও --
পেটুক তুমি উদরপূর্তি খাও।
গরীবের রক্ত চুষে
দিব্যি দেখি গদিই বসে!
বড়োই মারো বাতেলা
ভাবছো সবাই অবুঝশিশু
তুমিই বোঝো একেলা।


ক্ষমতা তুমি ভীষণ স্বার্থপর,
তুমি পুড়িয়েছো কত ঘর।
বোমের আঘাতে মেরেছো কত
মানুষ জানি শত শত,
কতেক পুড়ে ছাই
তবুও তোমায় শাসক হওয়া চায়।
হিটলারকে মিছে কেন গালাগালি দাও ?
স্বাধীনতার বুলিবলে গণতন্ত্র খাও।


পুকুর চুরি করে তুমি
সাধুর বেশে চাও l
ক্ষমতা তুমি স্বেচ্ছাচারি  
মিছেই তোমার আহাজারি
কাদের ঘিরে রাজ কারবারি
নিত্য করে যাও।
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে
চাপিয়ে কেন দাও ?


ক্ষমতা তুমি মিথ্যে ঘেরা
কত মানুষ কর্ম হারা।
কাজ দিয়েছো সহস্র শত
তবুও কেন বেকার এত ?
ক্ষমতা তুমি ছন্নছাড়া
বিচার তোমায় করবে তাড়া।
মানুষ পাবে না আর ভয়
যে দিন কালের হবে জয়,
সে দিন আসবেই নিশ্চয়।
.                --------