চীন হতে আজ দেশান্তরে
মহামারী বিশ্ব জুড়ে,
করোনা ভাইরাস দূর থেকে ঘরে
চেনা অচেনা শরীর জুড়ে।
শয়ে শয়ে প্রাণ যায় রে --
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।


শিখল খানি ছিরে দিতে তার
এখন সময় রুখে দাঁড়াবার,
নিজেকে নিজে গুটিয়ে রাখার
নেই প্রয়োজন রোগ ছড়াবার
জানি হবে জয়, নেই সংশয়
ধয্য টুকু চাহি রে --
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।


মুর্খ কিছু দড়ি আর দাড়ি
কথায় যাদের বিষে ছরাছরি,
লাশে খোঁজে যারা আল্লাহ হরি
বন্ধ থাক আজ সব বাড়াবাড়ি।
বাঁচিতে কে না চাহি রে --
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।


বোম, লাঠি আর মিসাইল ছাড়াই
এ যেন এক বিশাল লড়াই,
জাত ধর্মের নেইকো রেহায়
মরছে মানুষ, মানুষ ছোঁয়াই
ধনী ও গরীব নাহী রে --
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।


তুমি চাইলেই, বাঁচবে তুমি
বাঁচবে তোমার দেশ,
নইলে তোমার খামখেয়ালী
বাড়বে মৃত্তু রেস।
আপন যেথা,থাকুক সেথা
কয়েক দিনের তরে --
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।
        
             ----------------
01/04/2020 করোনা কালে লেখা