রাস্তা এখন সস্তা খুবই
যার যেথা মন,
সেথায় যায়
অযোগ্যরা যোগ্য পদে
বাইক চরে হর্ন বাজায়।
যোগ্যরা হাঁটে বিচারের পথে
ধর্না মঞ্চে গলা ফাটায়
ভরসা তবু আদালতে
ন্যায় টুকু শুধু,
পাবার আশায়।
কেউ বলছে ভারত জোরো
দলের প্রতীক নিয়ে ঘোরো,
জমায়েত করো রাস্তায়--
কেউ বা করছে নব জোয়ার
মিছিলে কতো লোক যায়
তুমিও বোঝো আমিও বুঝি
আসলে মামুর ভোট চাই।
জিতলে আবার উল্টো পথে
বেচবে চাকরি তোমার কাছেই
তোমার কাছেই নোট চায়,
হাঁটবে তুমি কোন পথে
ইচ্ছেটা তাই তোমার হাতে
কিচ্ছুটি বলার নাই ।