একটা প্রেম চাই
খুব নিবিড় ভাবে,
যার এক চাউনিতে খুন হতে চাই।
শিরায় শিরায় কোষে কোষে তার গেঁথে দেব প্রেম
যেমন কাবাবে শিক গাঁথা থাকে,
তুমি ছাড়িয়ে নিতে চাইবে নিজেকে
কিন্তু অনীহা তোমায় গ্রাস করে নেবে।

আমি তোমার হৃৎপিন্ড ছিঁড়ে তাজা রক্তে ওষ্ঠ রাখবো,
তুমি বাধা দেওয়ার অছিলায় আরো মেলে দেবে নিজেকে।
আমার প্রতিটি লোমকূপ থেকে পাবে আঁশটে পুরুষালি গন্ধ।


একটা প্রেম চাই
খুব আদিখ্যেতা ভরা,
অধরের বিদ্যুৎ হাসিতেই
নীলাকাশ হয়ে যাবে বিছানার চাদর।
সেই চাদরে শব্দ দিয়ে কবিতা বুনব আর তুমি,
বুনন থেকে শব্দ খুলে খুলে তার ঘ্রাণ নিয়ে
তোমার ফুসফুসে পৌঁছে দেবে আমার কবিতা।