ফুলকে হাসতে দেখেছি,
তুলে নিয়ে তোমার খোঁপায় গুঁজে নাও তখন
আবার কাঁদতেও দেখেছি,
সুগন্ধি ভরা ধূপের ধোঁয়ার সহযাত্রী হয়ে শবদেহে।


তুমিতো পুরুষের কাছে দস্যুতাই চাও,
বন্যতা চাও,
পুরুষ্ঠ বাজু-বেষ্ঠনি চাও
কোমলতা তো চাও না,
কোমলতা চাওয়া টা তো-
তোমার শুধু দেখানো মাত্র,
অনিচ্ছা অভিনয়।


তুমি লুন্ঠিত হতে চাও
তোমার ইচ্ছেপুরুষের কাছে
সাহস যোগাতে পারো না,তাই
হৃৎপিণ্ডের ধক-ধকানির মধ্যেই
চাপা পড়ে যায় তোমার ইচ্ছেগুলো,
সভ্যতার সাথে অসভ্যতা করে রোজ রোজ
নিজের ইচ্ছেগুলোকে হত্যা করো।


কার জন্য তুমি
এতো যত্নকরে
সকল আক্রমণ থেকে অক্ষত রেখেছো
তোমার স্বপ্ন সাজানো যৌবন ?
তোমার ইচ্ছেপুরুষকে দিয়ে
লুন্ঠন করাবে বলে ?
তাহলে আর
সভ্যতার সাথে অসভ্যতা কেন,
প্রকাশ করো ইচ্ছা
ছুড়ে ফেলে দাও চাপিয়ে দেওয়া মুখোশ।


সভ্যতার কাছে গোপন করে রেখেছো
তোমার পুড়ে পুড়ে যাওয়া ইচ্ছেডানা
সেই পুড়ে যাওয়া ডানাতে আমি
নতুন পালক গুঁজে দেব,
দুজনে মিলে উড়াল দেব,
ভেসে বেড়াবো লুন্ঠন হবার দিগন্তে।


তোমার চোখ থেকে আমার চোখে
যে সংকেত পাঠাও বারবার,
আমি পড়ে নিয়েছি সেই সংকেত।


আর সংকোচ-ব্যাধি
বাঁধিতে পারিবে না তোমায়
তুমি নারী হও,
মেয়ে হয়ো না আর
আমি আজ মানুষ নয়,
শুধু পুরুষ,
তোমার জন্যে
তোমার ইচ্ছেপুরুষ।
এস অবগাহন করি দুজনে দুজনেতে
আমাদের আসল সত্বাতে।