একটি নারী জগৎ জননী মা সারদা
অন্য নারী ক্ষমতা লোভী দেশের নেত্রী।
একটি নারী ভালোবাসার আবেগ প্রবন
অন্য নারী ছন্নছাড়া জীবন যাপন,।
একটি নারী গৃহ কর্মে ব্যস্ত থাকে
অন্য নারী অফিসের কাজে বাইরে থাকে।
একটি নারী উচ্চশিক্ষায় বিদেশ পাড়ি
অন্য নারী অশিক্ষায় ঘরে বন্দি।
একটি নারী প্রগতিশীল হয়ে ওঠে
অন্য নারী কুসংস্কারে অন্ধকারে,।
একটি নারী সংগীতে মুগ্ধ করে
অন্য নারী ঝগড়া করে চেঁচিয়ে মরে,।
একটি নারী শিশুর প্রতি যত্ন রাখে
অন্য নারী শিশুর প্রতি উদাসীন থাকে,।
একটি নারী নিত্য করে মাতিয়ে তোলে
অন্য নারী তা দেখে আনন্দ করে।
একটি নারী জীবনের যুদ্ধে এগিয়ে চলে
অন্য নারী নিজেকে গুটিয়ে রাখে।
একটি নারী উড়োজাহাজ চালায় ভালো
অন্য নারী সাইকেলেতে ভয়ে মরে।
আর কত দেখব যখন
ইতি সবে টানছি এখন।
Ho