রাতের শেষে ভোরের পূর্বে
বসন্তের কোকিলের ডাকে
ঘুম ভাঙতো তাতে!
দোয়েলের শিস তাকে আর মোরগের
ককরকো ডাকে, ভোর চারটে
কাকের ডাকে এক থেকে অনেক কাকা করে!
ভোর ছয়টায় বুলবুলি পাখি
ডাকে টিপটিপ করে!
ভোর সাতটায় ঘুঘু পাখির ডাকে
সুমধুর ঘুঘু করে!
এভাবেই দিন গুলো যেত ছোটবেলাতে!
আজ কলকাতা শহরে চারিদিকে
ইট সিমেন্টের জঙ্গলে রাজত্বে
আমরা হলাম সব প্রকৃতির বিরুদ্ধে!
চারিদিকে ফ্লাটকালচার হয়ে
আমরা সকলে ফ্ল্যাটে বন্দি হয়ে
একে অপরের সাথে তফাৎ সৃষ্টি হল তাতে!
বসন্তের স্নিগ্ধ হাওয়া লাগে না আর শরীরে
চারিদিকে গাছপালা ধ্বংস হলো এভাবে!!