এ জগতে আমি কত নামে
কত রুপে বহুরূপী হয়ে,
ঘুরেছি এ প্রান্ত থেকে ও প্রান্তে।
শিশুদের মুখে ফুটেছে হাসি
কখনো হনুমান, কখনো হয়েছি বাঘ।
দেবতার ছদ্মবেশে কখনো রাম,
কখনো বা শিব, বৃদ্ধের ভক্তি ভরা চোখে,
আমি যে হলাম মহান।
এ জগতে  রঙ্গমঞ্চে, কত অভিনেতা
ঘুরে বেড়ায় এই সমাজে।
ভালো মানুষের রূপ ধরে,
কত মানুষকে করেছে সর্বনাশ।
আমি তো বহুরূপী, করিনা এমন কাজ।।