যতদিন দেহে আছে প্রাণ
সমাজ ততদিন দেবে তার দাম
তুমি যদি হও গুনি ব্যক্তি
মৃত্যুর পর তোমার দেহ
ফুলে ঢাকা আর ধূপকাঠির ধোঁয়া!
কত মানুষের সমাগম
তোমার অতীত স্মৃতির মূল্যায়ন
শোক সভায় গুরুগাম্ভীর স্মৃতিচারণ!
তুমি যদি হও অতি সাধারণ
নেই কোন অতীত ইতিহাস
মূল্যহীন দেহ শ্মশান ঘাট!
তুমি যদি হও নেতা মন্ত্রী
তোমার বিদায় কালে মানুষের ঢল,
যত ভক্ত তাদের সর্বনাশ!
তোমার অতীত কর্ম
আছে কি কোন ইতিহাস
মানুষের কোন উপকার?
গণতন্ত্র মানুষের অধিকার
মানুষ দিয়েছে তোমাকে চেয়ার
নিজ স্বার্থ দেখেছ চিরকাল
কি পেল তারা আজ!
ওই দেখো দূর হতে
মানুষ আসছে দলে দলে
তোমার চেয়ার উল্টে দেবে!
যুগে যুগে ইতিহাস
ভবিষ্যতে সে কথা বলে!!