অপরের দোষ খুঁজে বেড়াই
নিজের দোষ দেখি না কভু!
অন্যের সমালোচনায় মজা পাই
নিজের সমালোচনায় রাগ উঠে তাই!
নিজের কাজে ভুল ত্রুটি থাকে
অপরের ভুল ত্রুটিতে আঙ্গুল তুলি!
নিজেকে সততার প্রতীক বলে প্রচার করি
নিজেরে পরিবারে অন্যায়ের কাজে চুপ করে থাকি!
নিজের প্রয়োজনে অন্যের কাছে ছুটি
অন্যের প্রয়োজনে ঘরে বসে থাকি!
নিজের অর্থের কারণে সবার কাছে ধার করি
অন্যের অভাবে পাশ কেটে থাকি!
নিজের অন্যায় কাজে চোখ বুজে থাকি
অন্যের খারাপ কাজে প্রতিবাদ করে উঠি!
যুগ যুগ ধরে এভাবেই চলছে আমাদের সমাজে!!