তুমিও মানুষ, আমিও মানুষ
তফাৎ শুধু, তুমি গায়ক শিল্পী
সমাজের চোখে বুদ্ধিজীবী।
তোমার ভক্ত অগণিত
তোমার সংগীত নতুন দিনের দিশা।
একদিন ছিল, মানুষের জয় গান
তোমার সংগীত।
আজ তুমি কি সেই তুমি?
তুমি হলে আজ মানুষের চোখে নিন্দনীয়
তোমার অশ্লীল ভাষা মানুষকে,
করেছে আজ মর্মাহত।
তুমি কি কখনো হবে আর
মানুষের কাছে ক্ষমার যোগ্য?