যুগ অবতার তুমি শ্রীরামকৃষ্ণ
তোমার মহিমা জগৎজুড়ে, আজ সমাধিত
সহজ-সরল মানুষ ছিলে তুমি
তোমার অমৃত কথা মানুষের মনে হল গাঁথা
নরেন কে দেখিয়েছো তুমি জীবনের দিশা
আজ বিশ্বের দরবারে বিবেকানন্দ নামে
শ্রেষ্ঠ মানব রূপে!
তোমার বাণী যত মত তত পথ
সকল ধর্মের সমন্বয় দেখালে
তুমি এসেছিলে অবতাররূপে এ জগতে
তোমার জ্ঞান ও শিক্ষায় আজ মানবজাতি
চলেছে তোমারি পথে!!