মন্দিরের পাশে বসে আছে ছিন্ন বস্ত্র দেহে
জিজ্ঞাসে কোন জন, তুমি হিন্দু না মুসলিম?
উত্তর আসে ক্ষুধার্থ আমি বেধোনা আমাকে
ধর্মের বেরা জালে!
সকাল, সন্ধ্যা বসে থাকি এখানে
মানুষের দয়ার অপেক্ষাতে
কে বা দেয়, কে বা না দেয় দুঃখ নাই তাতে
মানুষই ভগবান হয়ে আছে আমার কাছে!
মানব জন্ম হয়েছে আমার এ জগতে
দুবেলা খাদ্য জোগাতে জীবন চলছে এভাবে
সুখ স্বাচ্ছন্দ আমার কাছে অলীক স্বপ্ন হয়ে থাকে
জীবনে নেই কোন দিশা, চারিদিকে শুধু হতাশা!!