কবি! কে বলে কবি আমি?
দালালি করি
কবিদের ভাষা ছন্দ
চুরি করি আমি!
মনের অন্তরে কিছু কথা
লিখে যাই আমি!
বর্ষাকালে মাঝরাতে ভালোবাসার,
কবিতা লিখি
ব্যর্থ প্রেমিক হয়ে হতাশায়
দিন গুণী!
কবি নামে ডাকো তোমরা
আমি তো কবি নই
কলম ধরি মনের খেয়ালে
সময়ের নেই কোন বাধা!
হঠাৎ করে বিদ্রোহ জাগে মনে
নিষ্ঠুর বাস্তবতায় সম্মুখীন,
হয়েছি বারে বারে
প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে
স্বার্থপরতা আর বর্বরতা নিয়েছি নিংড়ে
আমার কবিতার ভাষা!
তুমি হয়ে ওঠো অন্যায়ের প্রতিবাদে
বিপ্লবী মুখ
তুমি হয়ে ওঠো বেঁচে থাকার অঙ্গীকার!
তবু ভালোবাসার পরশে
তোমরা আমায় দিয়েছো সম্মান
তোমাদের চরণে রইলো আমার
শত সহস্র প্রণাম!!