তোমার ইচ্ছে যদি হয় পাঠাতে
আমি বার বার আসব এই ভুবনে!
তোমার সৃষ্টিশীল জগতের মাঝে
রক্ষা করব তোমার সম্পদ কে!
তোমার শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে
দেখেছি এ জন্মে দুঃখ, কষ্ট, জর্জরিত
করুন মুখগুলোকে!
খোলা আকাশের নিচে ফুটপাতে বসবাস করে
গ্রীষ্ম কাল চড়া রোদে পুড়ে যায় দেহ খানি
বর্ষাকালে ভিজে কাঠ হয় সেখানে!
কোন পাপে রয়েছে তারা? এভাবে জীবনযাত্রা
তাদের কাছে তুমি মূল্যহীন, অর্থহীন,
বিদ্রুপ রূপে দাঁড়িয়ে আছ তুমি চিরদিন!!