সমুদ্রের পাশে থেকে
নিজের মনকে বিচার করি
পাহাড়ের নিচে দাঁড়িয়ে
নিজেকে কত ছোট ভাবি!
আকাশ পানে চেয়ে
সততার বিচার করি!
সাদা পোশাকে কালির দাগ
মুছে ফেলার চেষ্টা করি!
উঁচু-নিচু বাঁকা পথে
শিরদাঁড় সোজা রেখে হেঁটে চলি!
!আলো আঁধারে পথিকের হাত
টেনে ধরি!
জীবন সংগ্রামে তোমাকে
পাশে রাখি!!