নিশি রাত, নিদ্রাহীন চোখে
কবিতা লিখি মোমের আলোতে
নিস্তব্ধ রাত, পৃথিবী ঘুমিয়ে আছে
দূর হতে কুকুরের কান্না
ভেসে আসে বাতাসে
জানিনা কোন কুঠিরে, সজন চলে গেছে
শিয়ালেরা বেরিয়েছে ঝোপ থেকে
হুক্কা হুয়া ডাকে দলকে ভারী করে
জোনাকিরা হার মেনেছে অন্ধকারের কাছে
সাদা কাগজে কলমের কালি
শেষ বিন্দুতে এসে আর চলে না সে
ভোরের পাখি ডাক দিয়েছে
নতুন সূর্য উঠবে বলে!!