রাজা তুমি সত্যবাদী
পুত্র স্নেহে অন্ধ তুমি
রাজা যখন নিরব থেকে
সায় দিয়ে যায় অন্যায়কে!
পান্ডবেরা চেয়েছিল অধিকার
তোমার রাজ দরবারে
এ কোন বিচার?
দুর্যোধনের অন্যায় আবদার
রাজা তুমি নির্বিকার!
কি প্রয়োজন ছিল পাশা খেলার?
যুদ্ধের দিকে ঠেলে দেবার!
হে! বীর কর্ণ
তুমিও যে নিলে
অধর্মের পক্ষ!
রাজার পাশে থাকে যত,
জ্ঞানীগুণী স্বার্থের লোভে
চেঁচিয়ে ওঠে বলে তারা
আমাদের রাজা মহান!!