সমাজের কাছে আজ আমি অন্য চোখের নারী
আমিও চেয়েছিলাম সামাজিক জীবনে সংসারী হতে
অভাবের টানে কোন এক দালালের হাত ধরে
এসে পড়লাম বোম্বাই শহরে!
বুঝিনি কখনো আগে আমার প্রবেশ ঘটবে পতিতালয়ে
সমাজের উচ্চশ্রেণীর বাবুরা সব রোজ রাতে আমার উপর
তাদের নখের আঁচড়ে পাশবিক আচরণে যৌনক্ষুধা
মেটায় তারা এভাবে!
সভ্য সমাজের মানুষ তারা টাকা দিয়ে
কেনে আমার রক্তমাংসের দেহখানা!
আজ আমি প্রমিলা বলতে নেই কোন লজ্জা
সভ্য সমাজ আমায় দেয়নি স্বাভাবিক জীবন
দোষ কি ছিল আমার শুধু দারিদ্রতা?